সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয় অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫১ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী বিএনপির কার্যালয়সহ ২ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিএনপি কার্যালয়সহ ২ দোকানের মাল পত্র ভূষ্মিভূত হয়ে যায়। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে বারদী ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এসময় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের দোকানদার আবু বকর সিদ্দিকের, নাসিরউদ্দিন ও আবুল হোসেন বিএনপির কার্যালয়ে মালপত্র মজুদ করছিলেন। তবে মূহুর্তের মধ্যে বিএনপির কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, দোকানগুলোতে থাকা মোম, ষ্টীল.পিতল, প্লাস্টিকের মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদারের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্থ আবু বকর সিদ্দিক জানান, আগামী ৩ জুন শুক্রবার থেকে শুরু হওয়া লোকনাথ ব্রম্মচারীর তীরোধান উৎসবে বিক্রির জন্য বিএনপির কার্যালয়ে মালপত্র মজুদ করেছিলেন। এগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এ মালামাল দিয়ে তাদের সংসার চলত।
বারদী ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ রহমান মুন্সির জানান, এ অগ্নিকাণ্ডের বিষয়ে কে বা কারা করেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা জোরদাবী জানাচ্ছি।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি গোডাউনে প্লাস্টিক পন্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।