কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে নিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার-৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
নোয়াখালীর চাটখিলে রেষ্টুরেন্ট থেকে এক কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে চাঁদা দাবি করে সংঘবদ্ধ বখাটেরা। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সুন্দরপুর গ্রামের আশিক মুহুরী বাড়ির মৃত আবুল কালামের ছেলে নূরুল ইসলাম (৩০), হাজী বাড়ির নুর আলমের ছেলে শিপন (১৯) ও নুরুল ইসলাম হাজীর ছেলে মো. স্বপন (২০)।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর গতকাল বুধবার (১ জুন) উপজেলার চাটখিল বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূূূূত্র জানায়, গতকাল বিকালের দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও ঢাকা সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবুল বাশার তারেক (২২) তাঁর বান্ধবীকে (১৮) নিয়ে চাটখিল বাজারের সেন্টার কাবাব হাউসে খাওয়ার জন্য খাচ্ছিলেন। ওই সময় নুরুল ইসলাম, শিপন, মো.স্বপন ও মো.আনোয়ারসহ আরো ২/৩ জন যুবক রেষ্টুরেন্টে এসে তারেক ও তাঁর বান্ধবীকে অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। তারেক ও তার বান্ধবী দ্রুত খাওয়া শেষ করে চলে যাওয়ার সময় বখাটেরাা পথ রোধ করে টাকা দাবী করে। টাকা না দিলে বখাটেরা তারেকের বান্ধবীকে শ্লীলতাহানীর হুমকি দেয়। এক পর্যায়ে বখাটেরা তারেকের কাছ থেকে এক হাজার টাকা জোর পূর্বক নেয়। আরো টাকা দেয়ার জন্য বখাটেরা তাদের দুজনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ১ হাজার টাকাসহ কলেজ ছাত্র ও তাঁর বান্ধবীকে উদ্ধার করে এবং ৩ জনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।