সোনারগাঁওয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১ জুন) বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদী আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তিরোধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।