শায়েস্তাগঞ্জ কাভার্ড ভ্যানচাপায় অজ্ঞাত যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৮ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ।
তিনি জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আটক করা হয়েছে কুরিয়ার সার্ভিসের ভ্যান গাড়িটি।
(ওসি) আরো জানান, সোমবার রাতে নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট রোডের পশ্চিম পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত নামা ওই যুবককে চাপা দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ভ্যান গাড়ি। এতে ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেটে প্রেরণ করা হলে মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ওসি বলেন, মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কেউ তাকে চিনে থাকলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।