সোনারগাঁওয়ের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
৩০মে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বারদী ইউনিয়ন বিএনপি উদ্যোগে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে, উক্ত মিলাদ মাহফিলে আঃ রহমান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কাচঁপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমেন খাঁন, সাবেক সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।
সঞ্চালনায় সাধারণ সম্পাদক নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সমর্থরা সোনারগাঁও উপজেলার পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। পিরোজপুর ইউনিয়নে মেঘনা এলাকায় ও সনমান্দী ইউনিয়নে আমিন মার্কেটে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজে সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু।
প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন।