প্রভাবশালীর হস্তক্ষেপে অর্থনৈতিক অঞ্চলের বালু লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলকে ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সেই ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিদিন ট্রাকে করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। অর্থনৈতিক অঞ্চল থেকে প্রায় দুই বছর ধরে ৫ কোটি ঘনফুটের এ বালু প্রভাবশালীর হস্তক্ষেপে নেওয়া শুরু হয়। কিন্তু স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্যের নিষেধাজ্ঞার পরও থামছে না বালু লুটপাট।
জানা যায়, আগামী ১৫ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সরকারী সংস্থা বাংলাদেশ অথনৈতিক অঞ্চল (বেজা) নতুন করে ৯টি অর্থনৈতিক স্থান চুড়ান্ত করেছে। তার মধ্যে সরকারীভাবে পাঁচটির একটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নের চররামমোহন মৌজায় ৪২৩ একর জমিতে। এ অর্থনৈতিক অঞ্চলটির ফলে উপকৃত হবে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ত্রিশাল, গৌরীপুর, কিশোরগঞ্জের হোসেনপুর অঞ্চলের মানুষ। জেগে উঠা বালুচরে অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ায় এলাকাবাসী উল্লোসিত। অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানায় কাজ করে এ অঞ্চলের মানুষের ভাগ্য পাল্টাবে বলে আশা করছেন সাধারন মানুষ।
২০১৮ সালে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রস্তাবিত এই অর্থনৈতিক জোনে বিআইডব্লিওটিসি পাশের ব্রহ্মপুত্র নদ থেকে ৪কোটি ৮৩লক্ষ ঘনফুট বালু উঠিয়ে কার্যক্রম শুরু করে। এ অবস্থায় সেখান থেকে বালু ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। তাদের দেখাদেখি পাশেই ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে স্থানীয় আরেকটি চক্র। এতে নদের পাড় ভেঙ্গে হুমকীর মুখে পড়ছে গ্রামবাসি। কয়েক বছর ধরে এই কর্মকান্ড অব্যাহত থাকায় বিলীন হয়েছে অনেক গ্রাম। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের বালু শতশত ট্রাক ভর্তি করে নেওয়ায় অর্থনৈতিক জোনের কর্মকান্ডে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মো.মাহবুবুর রহমান স্থানীয় নায়েব ও একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পান। পরে সেখান থেকে দুইটি ট্রাক জব্ধ ও ছয় শ্রমিককে আটক করলেও রাতেই মুচিলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ নিয়েও তখন ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। চররামমোহনপুর এলাকায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল থেকে যারা বালু নিয়ে যাচ্ছেন তাদের দেখাশোনা করেন হামিদুর রহমান ঢালি নামের একজন। তিনি জানান, ময়মনসিংহের সাফা নামের একজনের চাকরি করেন তিনি। এর বেশী কিছু আর বলতে চাননি।
এ ব্যাপারে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় সংসদ সদস্য মো. ফখরুল ইমাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে এখানে অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যা এই অঞ্চলের জন্য আর্শিবাদ স্বরুপ। আর এখানে কাজ হচ্ছে দ্রুত গতিতে। ৪ কোটি ৮৩লক্ষ ঘনফুট বালু রাখা হয়েছে কাজের জন্য। আর তা প্রকাশ্যে দিনে দুপুরে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।