ভেড়ামারায় এনআইডি জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভেড়ামারায় অভিযান চালিয়ে এনআইডি জালিয়াতি চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র্যাব।
আজ শনিবার (২৮ মে) কুষ্টিয়া র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে এনআইডি জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা চরদামুকদিয়া গ্রামের আমিরুল ইসলাম (৩৫), দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মোঃ রিপন হোসেন (৩১), লালন হোসেন (৩৫), বালিরদিয়ার গ্রামের মোঃ রায়হান কবির (২৭)।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত এ চক্রের সদস্যরা গ্রামের লোকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের এনআইডি কার্ড সংগ্রহ ও আঙ্গুলের ছাপ ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য মোবাইলের সিম কার্ড উত্তোলন করে আসছিল। গ্রেফতারের পর আসামীদের নিকট হতে ২টি পাসপোর্ট, ৮টি মোবাইল ফোন, ৪টি ট্যাব, ৭১টি নিবন্ধিত সিম কার্ড, ২৩৬টি অনিবন্ধিত সিম কার্ড, ৫টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ২টি মোটরসাইকেল এবং নগদ ৩৭ হাজার চারশো চার টাকা উদ্ধার করা হয়েছে।