রংপুরে ধর্ষনের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩০ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রংপুরে গৃহবধূ ধর্ষনের অভিযোগ মাজেদুল ইসলাম বসুনিয়া (২৫) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে। গত বুধবার গভীর রাতে নগরীর মুন্সিপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়াতায় তাকে গ্রেফতার করা হয় বলে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে,ছাত্রলীগ নেতা মাসুম কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের মৃত মহির উদ্দিন বসুনিয়ার ছেলে এবং হারগাছ ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)ধারা ও পর্নগ্রাফি আইনের ৮(১)(২)(৩) ধারায় মালা রয়েছে। মামলার পর থেকে সে অত্মগোপনে ছিল।
অভিযোগের বিবরনে পুলিশ অরো জানায়,ছাত্রলীগ নেতা মাজেদুল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের এক গৃহবধূর দুই সন্তানকে প্রাইভেট পড়াতো। সেই সুবাদে বাসায় তার যাতায়ত ছিল। একদিন সুযোগ পেয়ে কৌসলে সে ওই গৃহবধূর গোসলের ভিডিও চিত্র ধারন করে। জনসম্মূখে তা ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষন করে আসছিল। সর্ব শেষ গত ২৯ অক্টোবর ভয়ভীতি দেখিয়ে সে গৃহবধূকে পুনুরায় ধর্ষন করে। এতে সেই গৃহবধূ নিরুপায় হয়ে লোক লজ্জার ভয়ে সন্তানদের নিয়ে ঢাকায় গিয়ে বসবাস করতে থাকেন। এখানেও ছাত্রলীগ নেতা মাজেদুল তাকে ধর্ষনের প্রস্তাব দেয়। কিন্ত সেই প্রস্তাবে তিনি রাজী না হওয়ায় অন্য একটি ফেসবুক আইডি থেকে গত ১২ মার্চ সে গৃহ বধূর ছোট ছেলের ম্যসেঞ্জারে ও বড় ছেলের বন্ধুর মেসেঞ্জারে আপত্তিকর ছবি পোষ্ট করে।
এর পরে সেই গৃহবধূ আইনের আশ্রয় নিতে ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন। গত ১১ এপ্রিল তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে এবং পর্নো গ্রাফি আইনে রংপুরের কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে মাজেদুল আত্মগোপন করে। অবশেষে পুলিশ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়াতায় দীর্ঘ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর একটি বাসা থেকে তাকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে ছাত্রলীগ নেতা মাজেদুল ধর্ষনের কথা স্বীকার করেছে।