থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, ২ পর্যটক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বান্দরবানের থানচিতে একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে সাত জন।
আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে থানচি উপজেলার জীবননগর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হতাহতরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা সরকার কর্মচারী। তারা ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন। সকালে মাইক্রোবাসে করে নয়জন পর্যটক ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইখানেই প্রাণ হারান এক জন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা বলেন, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়লে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।