ইভটিজিং ও ঘরে ঢিল মারার প্রতিবাদে শিক্ষিকার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৬ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩৮ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটে রাতের আঁধারে ঘরে ঢিল মারা ও রাস্তায় বের হলে মেয়েদের ইভটিজিং এবং বাড়ির দেড় শতক জায়গা উদ্ধার সহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ডের অভিযোগে ইউসুফ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সহকারী শিক্ষিকা কুলসুম আক্তার। তিনি পৌর সদরের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও একই গ্রামের নূর হোসেনের স্ত্রী।
আজ বুধবার (২৫ মে) স্থানীয় একটি অফিসে এ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষিকা বলেন, আমার স্বামী নূর হোসেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করেন। দু'মেয়ে নিয়ে আমাদের সংসার জীবন। আমরা বাড়িতে না থাকার সুবাধে প্রতিবেশী ইউছুফ ২০১৭ সালে তার বাড়ির গুরুত্বপূর্ণ কাগজ ও দলিলপত্র নিয়ে যায়। যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগও রয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারী মাসে আমার জায়গায় একটি বিল্ডিং ঘর নির্মাণ করতে গেলে ওই জায়গার কাগজপত্র নেই বলে কাজ বন্ধ করে দেয় ইউছুফ। এতে রড, সিমেন্ট ও বালু সহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে প্রায় ৯-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি পৌর মেয়র আব্দুল মালেকের মাধ্যমে তা মীমাংসা হয়। সে অনুযায়ী ইউছুফের নিকট আরো দেড় শতক জায়গায় পাওনা হই। ওই জায়গা না দিয়ে উল্টো রাতের আধারে আমার ঘরের চালে ঢিল মারে। আমার মেয়েরা রাস্তায় বের হলে বিভিন্ন গালমন্দ ও ইভটিজিং করে। এতেও ক্ষান্ত হয়নি ইউছুফ।
গত শনিবার বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে আমার স্বামী নূর হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। আমাদেরকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে ইউছুফ। একজন শিক্ষক পরিবারের উপর কেন এতো জুলুম নির্যাতন। তাই আমি শান্তিতে একটু বসবাস করতে পারবো না। আমি বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। পাশাপাশি উপজেলা প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ ঘটনার সুস্থ বিচারের দাবি জানাই।
এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্বামী নূর হোসেন।