ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০২:০৭ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভোলায় ৫ কেজি গাঁজাসহ মো. বেল্লাল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের পান বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত মো. বেল্লাল হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট এলাকার মৃত আব্দুল গনির ছেলে। পুলিশ জানিয়েছেন বেল্লাল চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের পান বাজার মোড় এলাকার সড়কের থেকে মো. বেল্লাল হোসেন নামের এক যুবককের ৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।