নাজিরপুরে কালবৈশাখী ঝড়ের কবলে প্রায় অর্ধশত ঘর বিধ্বসস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গতকাল ২১মে সকাল ৮টায় কালবৈশাখী ঝড়ের ছোবলে গাছ পড়ে প্রায় অর্ধশত বসত ঘর বিধ্বস্থের খবর পাওয়া গেছে।
জানা গেছে উপজেলার সদর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের ছোবলে গাছ পরে অসহায়, গরীব, দুস্থ প্রায় অর্ধশত পরিবারের শেষ সম্বল বসত ঘর বিধ্বস্থ হয়ে গেছে। বিধ্বস্থ এ গাছগুলি অনেক জায়গায় রাস্তায় সরকরি বন বিভাগের প্রজেক্ট এর গাছ।
উপজেলা সদর ইউনিয়নের কবিরাজবাড়ী এলাকায় বাদমতলী রাস্তার পাশের ভ্যান চালক মোঃ আলাউদ্দিন শেখ (৪৫) এর বসত ঘরটি সরকারি গাছ পড়ে সম্পূর্ন বিধ্বস্থ হয়ে গেছে এবং এলাকায় অনেক মুরগির খামারীদেরও খামারের ঘরও বিধ্বস্থের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাদীদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান বিধ্বস্থ ঘরগুলির খোজ নেওয়ার জন্য আমরা টিম এলাকায় নামিয়েছি এবং আলাউদ্দিনকে ২বান টিন দিয়ে সহায়তা করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু জানায় ঝড়ের পর পরই আমরা আমাদের লোকজন নিয়ে আমাদের সাধ্যমত এলাকায় খোজ খবর নিয়েছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।