পাঁচবিবিতে ১১ বছরের শিশুর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৯ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণি পড়ুয়া তরিকুল ইসলাম (১১) নামের এক শিশুর বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতেয়ালীবাগ গ্রামে। তরিকুল ঐ গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং কোতোয়ালীবাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শেণির ছাত্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের আঃ সাত্তার ও ফারুক হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। উক্ত ঘটনায় আঃ সাত্তার বাদী হয়ে জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ১২৪। উক্ত মামলায় তরিকুল ইসলামকে ৫ নং আসামী করা করা হয়েছে।
মামলার বাদী আঃ সাত্তার বলেন, মামলায় তরিকুলের নামটি ভূল করে হয়েছে। আমি উকিলের নিকট গিয়ে সংশোধন করে নিব।