যশোরে ১২৪টি স্বর্ণের বারসহ আটক- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে বিশেষ অভিযান চালিয়ে ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ ১জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। আটক করা স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। পাচারকারীর নাম মো: শাহ আলম (৩৫)। তিনি যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ওই স্বর্ণের বার নিয়ে তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি’র কাছে ধরা পড়েন। অভিযানটি পরিচালনা করেছে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের শাহজাদপুর বিওপি’র টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে আটটায় শাহজাদপুুর বিওপি’র টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে মেইন পিলার ৩৮/৪-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার উপর কৃষকের বেশে সন্দেহভাজন একজন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা কোমরের পিছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪.৪৫০ কেজি ওজনের ১২৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা
এসময় ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ এক হাজার টাকা। আটককৃত স্বর্ণের বার এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।