ভাঙ্গায় ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩৩৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার (২০ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, ভাঙ্গার কনিকান্দা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে সনেট হাওলাদার (২৬) ও পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জালাল মাঠ বাহারা এলাকার ইউনুস আলী শেখের ছেলে সাদ্দাম শেখ (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার পীরের চর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।