জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদা নাতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৩৩ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সিরাজগঞ্জ জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় তাদের নাম পাওয়া যায়নি। দাদা নাতি উপজেলার কাজিপুর গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (২০ মে) দুপুর একটার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
ঢাকা থেকে চিলাহাটি নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে দাদা নাতি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাদা নাতি দুজন জামতৈল রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য পারাপার হচ্ছিল এসময় ঢাকা থেকে আসা নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার মাগফিন হাসান নিহতের বিষয় নিশ্চিত করেছেন।