সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ১৯ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তোলার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহড়ী গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, তার কাছে তিনজনের মৃত্যুর খবরে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সুন্দরপাহড়ী গ্রামের কয়েকজন বাসিন্দা হাওরে বাদাম তুলতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধ আর শিশুই বেশি বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, এই ঘটনা তিনি শুনেছেন। তবে কতজন নিহত বা আহত হয়েছেন সে বিষয়ে তিনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, বজ্রপাতে তিনজন নিহতের খবর পেয়েছেন।