ফেনীতে র্যাব-পুলিশ মারামারি, আহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৩২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলো মোড়ে ভুল বোঝাবুঝির কারণে র্যাব-পুলিশের মারামারিতে পুলিশের চারজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— পুলিশের এএসআই রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুর নবী ও মাহবুব।
পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াছিন আলাউদ্দিন ডালিম বলেন, দুই পুলিশ সদস্য আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান, সাদা পোশাকে সুবার বাজার থেকে র্যাবের চার সদস্য একটি গাড়ি নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল। পথে পরশুরাম ডাকবাংলো মোড়ে সিগন্যাল দেয় পরশুরাম থানা পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন।
পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। র্যাব সদস্যরা এখন থানায় আছেন। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলছি।
ফেনীর র্যাবের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, আমি বিষয়টি এখনও জানি না।