নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯ এএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুজন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ মে) রাত তিনটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মনিরুজ্জামান (৩৬) ও আল মাহবুব (৪২)। তাঁদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। মনিরুজ্জামান মাইক্রোবাসের চালক। আর মাহবুব মাইক্রোবাসের যাত্রী।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান ও যাত্রী আল মাহবুব নিহত হন। আহত হন তিনজন। তাঁদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক। এ ঘটনায় মামলা হবে।