নবাবগঞ্জে দুই হাজার ৫১ পিস ইয়াবাসহ মা ও ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ পিএম, ১৫ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জে বাহ্রা ইউনিয়নের বড়বলমন্তরচর এলাকা থেকে অভিযান পরিচালনা করে মা মালেকা বেগম (৬৭) ও ছেলে মো. সোহেল (৪০) নামে দুই জন মাদক কারবারিকে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গতকাল শনিবার (১৪ মে) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন ওই এলাকার আলমের স্ত্রী ও ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত মালেকা ও তার ছেলে সোহেলসহ পরিবারে অন্যান্য সদস্যরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। প্রতিদিন আলমের বাড়িতে মাদক বিক্রি হয় স্থানীয়দের এমন মৌখিক অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মা মালেকা বেগম ও ছেলে মো সোহেলকে আটক করে পুলিশ। তাদের বসত ঘর তল্লাশি করে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা পাওয়া যায়। ইয়াবা চালানের বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আবুল হাসান বলেন, ওসি মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।দেশের প্রচলিত মাদক আইনে, আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাদের রবিবার আদালতে প্রেরণ করা হবে।