স্ত্রীর মর্যাদা চেয়ে পুলিশ সদস্যের বাড়িতে নারীর অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৯ পিএম, ১৩ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লায় স্ত্রীর মর্যাদার দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশন করছেন এক নারী।
আজ শুক্রবার সকালে জেলার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামে সিআইডিতে কর্মরত কনস্টেবল সোহেল রানার বাড়িতে ওই নারী অনশন করছেন।
অভিযুক্ত সোহেল রানা বরগুনা জেলা সিআইডি পুলিশে কর্মরত। ওই নারী অভিযোগ করে বলেন, ১০ বছর আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সোহেল রানার সাথে পরিচয় হয়। এরপর থেকে তাদের যোগাযোগ ছিল। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলতে থাকে। ১ বছর পূর্বে ঢাকার রামপুরা কাজী অফিসে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা।
বিয়ের সময় সোহেল রানা জয়পুরহাটে চাকরি করতেন। এ সময় জয়পুরহাটে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। পরে ঢাকা ও সর্বশেষ দুই মাস পূর্বে বরগুনা এলাকায় একটি বাসা ভাড়া নেন।
গত ২৬ এপ্রিল সোহেল রানা স্ত্রীকে রেখে ভাড়া বাসা থেকে বের হয়ে এসে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর থেকে সোহেল রানার সাথে যোগাযোগ করতে পারছিলেন না ওই নারী। পরে তিনি গতকাল শুক্রবার সকালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সোহেল রানার গ্রামের বাড়িতে এসে অবস্থান নেন।
ওই নারী আরও জানান, ইতিমধ্যে সোহেল রানার আরও ৮টি বিয়ের খবর তার কাছে এসেছে। সোহেলের বাড়িতে এসে জানতে পারেন তার প্রথম স্ত্রী এই বাড়িতে থাকেন। প্রথম স্ত্রীর একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স ১১ বছর।