দৌলতপুরে ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতার টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ সংলগ্ন সোনালী ব্যাংক লিঃ থেকে বুধবার সকাল সাড়ে ১০ টায় বীরমুক্তি যোদ্ধা মোঃ নুরুল হক তার মুক্তিযোদ্ধা ভাতার ৩৩০০০ (তেতত্রিশ) হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের ভিতরেই কতিপয় ছিনতাইকারি তার টাকা গুনে দেয়ার নাম করে উক্ত টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে উক্ত ব্যাংকের কর্মকর্তাকে বিষয়টি জানালে ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাকে চিহ্নিত করলেও টাকা উদ্ধার করতে পারেনি বলে মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক জানান।
ইতিপূর্বেও এ ব্যাংক থেকে একই কায়দায় বেশ কয়েকবার টাকা ছিনতাই হয়েছে।
এব্যপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।