সরিষাবাড়ীতে ভিক্ষুক পরিবারকে গ্রেফতার, ৪ এসআই বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ১১ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভিক্ষুক পরিবারকে টেনে হিচঁড়ে (চ্যাং দোলা করে) গ্রেফতার করার ঘটনায় ৪ এসআই বরখাস্ত এবং ২ কনষ্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ সুপার মো: নাছির উদ্দীন আহমেদ জানান, গত মঙ্গলবারের ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই আলতাব হোসেন, এসআই সাইফুল ইসলাম, এসআই ওয়াজেদ আলী ও এসআই মুন্তাজকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল মোজাম্মেল হক ও নারী কনস্টেবল সাথী আক্তারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার পৌরসভার বাউসী বাজার এলাকার ভিক্ষুক আব্দুল জলিল এর বসতভিটা প্রতিপক্ষ মজিবর রহমান ভাড়াটিয়া লোকজন নিয়ে বসতবাড়ীতে হামলা ও ভাংচুর করে। হামলায় গুরুতর আহত ভিক্ষুক আব্দুল জলিল (৬০), স্ত্রী লাইলী বেগম (৫০), আবু বক্কর সিদ্দিক (৩০), ওয়াজকরনী (২৫), জসিম (৩২), ছালমা (৩৮), শুভ (১৯), শাহীদা (৫৫) পুলিশী হেফাজতে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আব্দুল জলিলের পক্ষে থানায় মজিবুর রহমানএর লোকজনের বিরুদ্ধে অভিযোগ দিলেও তা নেয়া হয়নি বলে জানাগেছে।
পক্ষান্তরে প্রভাবশালী মজিবর রহমান ভিক্ষুক আব্দুল জলিলকে প্রধান বিবাদী ও ১৪ জনের নাম উল্লেখ করে সোমবার রাতেই সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-০৯-০৫-২০২২ইং।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর পুলিশ সুপার মো: নাছির উদ্দীন আহমেদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সরিষাবাড়ী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।