আলমডাঙ্গায় ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ১০ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৫২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার (৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন জেহালা ইউনিয়নের মাঝেরপাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় প্রতিজ্ঞা নার্সিং হোমের পাশে গুরুতর জখম অবস্থায় কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে হাসপাতালে নেয়ার পথে জিজ্ঞাসা করি, তোমাকে কে মেরেছে? সে কিছু বলে না। পরে আবার বলি, মোতাহারের জামাই? সে কোনোরকম মাথা নাড়িয়ে জামাই শব্দটা খুব আস্তে করে বলেই চুপ হয়ে যায়। আর কথা বলেনি। পরে ডাক্তার জানায় সে মারা গেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল হক বলেন, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। বাম পায়ে ধারালো অস্ত্রের কোপ আছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি স্বাধীন নামের এক যুবকের সাথে জমি নিয়ে তার দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই হয়তো তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এবং অভিযুক্ত স্বাধীনকে ধরতে অভিযান চলছে।