জামালপুরে মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৯ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জামালপুরে সাড়ে তিনশ বছরের প্রাচীন শ্রী শ্রী রী দয়াময়ী মন্দির ও দেড়শ বছরের পুরনো রাঁধামোহন জিউ মন্দিরের অংশ বিশেষ এবং দেবোত্তর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ।
আজ সোমবার (৯ মে) দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ শ্রী লক্ষীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বনিক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
এসময় বক্তারা প্রাচীনতম দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দির রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত অনতিলম্বে বাতিল করে হিন্দু ধর্মালম্বীদের প্রতি সহানুভূতিশীল হবেন বলে আমরা আশাবাদী।
মানববন্ধন থেকে অবিলম্বে ভূমি অধিগ্রহণ সিদ্ধান্ত বাতিল কর করতে হবে সম্বলিত বিভিন্ন স্লোগান দেন।