সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় অগ্নিকান্ডে উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) অগ্নিকান্ডে উৎপাদন বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার (৭ মে) সন্ধ্যায় কারখানার এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, যমুনা সারকারখানার বেনসিল সেকশনে প্রি হিটারের মুখে লিকেজ দেখা দেয়। সেই লিকেজ ওয়েল্ডিং করতে গেলে আগুন ধরে যায়। এর পরপরই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টার এক পর্যায়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, লিকেজ দ্রুত মেরামত শেষে উৎপাদন শুরু হবে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, শনিবার যমুনা সার কারখানায় অগ্নিকান্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছান। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।