বড় ভাইয়ের মৃত্যু দেখে চিৎকার দিয়ে মারা গেল ছোট ভাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের মৃত্যু দেখে চিৎকার দিয়ে মারা গেলেন ছোট ভাইও।
আজ বুধবার সকাল ৯টার দিকে পৌরসভার ওয়াপদা কলোনির দক্ষিণ পাশে পুকুরপাড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
মৃত দুই ভাইয়ের নাম রুবেল হোসেন (২৮) ও সোহেল রানা (২৬)। তারা মৃত বিল্লাল হোসেনের ছেলে। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা জেসমিন আক্তার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।
মৃত রুবেল হোসেন ও সোহেল রানার ছোটভাই আরিফ হোসেন জানান, ভোরে বৃষ্টির মধ্যে তার বড়ভাই রুবেল হোসেন বাড়ির পুকুরপাড়ে মাছ দেখতে যান। দীর্ঘ দুই ঘণ্টা পরও ঘরে ফিরে না আসায় আরেক ভাই সোহেল রানা সেখানে যান। এরই মধ্যে পুকুরপাড়ে বড় ভাইয়ের মৃত্যুর দৃশ্য দেখে সোহেল রানা চিৎকার শুরু করেন। একপর্যায়ে তারও সাড়াশব্দ বন্ধ হয়ে যায়। এসময় বাড়ির অন্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়ার পর দুই ভাইকে একই অবস্থায় দেখেন আরিফ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
স্বজন মাসুদ আলম জানান, দীর্ঘদিন আগে রুবেল হোসেন ও সোহেল রানার বাবা মারা যান। পরে মায়ের সঙ্গে ৩ ভাই থাকতেন। আর্থিক অবস্থা তেমন ভালো না। তাদের বাবা মৃত বিল্লাল হোসেন রাজমিস্ত্রি ছিলেন। ফলে অনেক কষ্ট করে কিছু পড়াশোনা করে এই দুই ভাই ছোটখাটো চাকরি করতেন। তবে তারা কেউ বিয়ে করেনি। ফরিদগঞ্জে হঠাৎ একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনরা ছাড়াও আশপাশের লোকজন শোকার্ত হয়ে পড়েন।
জরুরি বিভাগের ডা. মোজাম্মেল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জন মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরপর দু’জন মারা যান।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে দু’জনের শরীরের কোথাও জখম কিংবা আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে মরদেহ দু’টির ময়নাতদন্ত করা হবে।