পরিবারের সাথে ঈদ করা হলো না মেরাজের, দুর্ঘটনায় কেড়ে নিলো প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:০০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
পবিত্র ঈদুল ফিতরের ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল মো.মেরাজ আহমদ (সাদ্দাম) (৩২) নামের যুবক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে মেরাজ আহমেদ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছুটি পেয়ে এসেছেন পরিবারের সাথে ঈদ করতে কিন্তু নিয়তির নির্মম ডাকে সাড়া দিকে একেবারেই ছুটি নিয়ে চলে গেলেন ওপারে, পরিবারের সাথে আর ঈদ আনন্দ করা হলো না, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হাড়ান সড়কে।
বড়বোন দিলারা বেগম বলেন, বড় আপার জন্য ঈদের বাজার নিয়ে মৌলভীবাজারের কালার বাজার খোজারগাঁও মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো, কিন্তু সোমবার (২ মে) দিবাগত রাত ২টায় মুন্সিবাজার - মৌলভীবাজার বাবুর বাজার নামক মাঝ সড়কে দুর্ঘটনায় সে মারা যায়। নির্মান কাজ চলাকালীন ব্রিজের নিচে, মোটরবাইকসহ নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা চেয়ারম্যানকে অবগত করলে তিনি কমলগঞ্জ থানা পুলিশে খবর দেন, রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান, স্থানীয়রা বাজার থেকে যাওয়ার পথে মোটরসাইকেলসহ লাল শার্ট পড়া অবস্থায় এক যুবককে নির্মাণাধীন ব্রিজের নিচে মোটরসাইকেলসহ দেখে আমাকে জানালে, আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিয়েছি।
ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ব্রিজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড় জানান, লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে লাশের ময়না তদন্ত করা হয়। সংবাদটি লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার রয়েছেন বলে জানা যায়।