রাজধানীতে রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর কদমতলীতে একটি ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে মো. রাব্বি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাব্বি গেণ্ডারিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।
তিনি জানান, শিশুটির লাশ এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ গ্রামে। সে গেণ্ডারিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
রাব্বির ভগ্নীপতি সুমন ইসলাম গণমাধ্যমকে জানান, ঈদের দিন দুপুরে মামা সাইফের সঙ্গে রাব্বি ও আরও কয়েকজন বুড়িগঙ্গা ইকোপার্কে বেড়াতে যায়। পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রলয় কুমার সাহা বলেন, “রোলার কোস্টারের বেল্ট খুলে সেলফি তুলছিল শিশুটি। এরপর সে ছিটকে পড়ে যায়।”