খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আজ মঙ্গলবার সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, করোনাকালের প্রায় দুই বছর পর খোলা ময়দানে ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে সার্কিট হাউস ময়দানে। ঈদের প্রধান জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুসল্লিরা দলে দলে আসতে থাকেন। ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য এক সারিতে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ সাধারণ মানুষ। জামাতে অংশ নেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।