ঈদের দিনে বজ্রপাতে টাঙ্গাইলে তিন জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আরও দু’জন আহত হয়।
আজ মঙ্গলবার উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হাতিয়া দক্ষিণপপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া (৩৩)। রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুল ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া বলেন, সকাল ৭টার দিকে নিহত তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাত হলে পাঁচজনই আহত হয়। গুরুতর আহতাবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দু’জন গ্রামের ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চলে যায়। নিহতদের লাশ বাড়ি আনা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।