আলফাডাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৬ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম শফি খান মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং একই দুর্ঘনায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আলফাডাঙ্গা–কাশিয়ানী সড়কের ইছাপাশা এলাকায়।
আ’লীগের দলীয় সূত্রে জানাযায় আজ ২৮ এপ্রিল সন্ধায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান ছিলো। সেই উপলক্ষে ওই ইউনিয়নের সভাপতি মোনায়েম খান ও একই ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম খান সকালে গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বাজার করার উদ্দেশ্যে মটরসাইকেল যোগে যাত্রা করে আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের ইছাপাশা এলাকায় পৌচ্ছালে মটরসাইকেলটি ব্রেকফেইল করে পড়ে যায় এসময় চালক শফি ও মোনায়েম খান গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধারকরে আলফাডাঙ্গা হাসপাতালে পাঠিয়েদেন। পরে কর্তব্যরত চিকিৎসক শফি খানকে মৃত্যু ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান।
আছরের নামাজের পর গোপালপুর ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ দুর্ঘনার কারনে আজকের দোয়া ও ইফতার মাহফিল স্থগিত করে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) আছর এর নামাজের পর উক্ত স্থানে মরহুমের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হবে।