গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাইবান্ধার পলাশবাড়িতে আজ সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে। নিহতরা হলো- সোহেল, তাইজুল ও সবুজ। তাদের দুজনের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
পলাশবাড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মশিউর রহমান জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে সবজি বোঝাই একটি অটো রিকশায় কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে আসছিলো।
অটোরিকশাটি বিটিসি মোড়ে পৌঁছলে ঢাকা থেকে রংপুরগামী সাফা পরিবহনের একটি বাস অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন সবুজ নামের অপরজন মারা যায়।