সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে ডুবল হালির হাওরের বোরো ফসল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৫৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আহসানপুর গ্রামের পাশে পাউবোর ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে ডুবল হালির হাওর। এই হাওরে প্রায় পাঁচ হাজার ৭৫০ হেক্টর বোরো জমিতে ধান চাষ করেছিলেন কৃষকরা।
তারা জানান, কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির গাফিলতি, পাউবোর দুর্নীতি ও পিআইসির উদাসীনতায় সুনামগঞ্জে একের পর এক বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। এ যেন কৃষকের নিয়তিতে পরিনত হচ্ছে। কোনো কাজেই আসছে না সরকারের ১২২ কোটি টাকার বরাদ্দ। সময় মত বাঁধের কাজ শুরু ও শেষ না হওয়ায় এবং সরকারী নীতিমালা না মানার কারণে বাঁধ ভাঙ্গাকে দায়ি করছেন কৃষকরা। বাঁধের কাজ শুরু থেকে ‘হাওর বাঁচাও জেলা কমিটি‘ বিভিন্ন আন্দোলন করে হাওর ডুবির দায় প্রশাসন ও পাউবোকেই নিতে হবে বলে আসছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের আছানপুর গ্রামের পাশের বাঁধ ভেঙ্গে হালির হাওর ডুবে গেলো। দেখতে দেখতেই পানিতে তলিয়ে গেলো কৃষকের স্বপ্নের সোনালী ফসল। এই হাওরে সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল।
কৃষকরা জানান, এখনো হাওরের অর্ধেক ধানও কাটা হয়নি। এই মুহূর্তে পানি এসে হাওর তলিয়ে গেলো।
হালির হাওরের কৃষক মনি বলেন, আমার অনেক জমিতে আধপাকা ধান আছে। অর্ধেক কাটা হয়েছে। আর মাড়া ও কাটাইকৃত ধান নিয়ে আছি আরো বিপদে। বাঁধ ভাঙ্গার পর সারা রাত খলা থেকে কাটা ধান বাড়িতে তুলছি। বহু কৃষকের জমি চোখের সামনেই পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার জানান, এই হাওরে আনুমানিক ৭০ ভাগ জমির ধান কাটা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুরু থেকেই হাওরের বাঁধে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে কাজ করেছি। সোমবার রাতে হঠাৎ আহসানপুরের বাঁধ ভেঙ্গে হালির হাওরে পানি প্রবেশ করে। আমরা চেষ্টা করেছি আটকানোর। কিন্তু সম্ভব হয়নি। তবে এই হাওরে প্রায় ৯০ ভাগের উপরে ধান কাটা হয়েছে।
তবে কৃষি বিভাগ জানিয়েছে, হালির হাওরে পাঁচ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। সোমবার পর্যন্ত সাড়ে চার হাজার হেক্টর জমির ফসল কাটা হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আছানপুরের বাঁধ ভেঙ্গে হালির হাওরে পানি প্রবেশ শুরু করে। তবে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাঙ্গন ফিরানো যায়নি।