বিয়ের ২২ দিনে শ্বশুরবাড়িতে জামাইয়ের গলায় ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামে সদ্য বিবাহিত কপিল উদ্দিন নামের এক জামাই শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত কফিল উদ্দিনের বাড়ি ফেনীর পাঠান নগরে।
সবার মনে একই প্রশ্ন বিয়ের মাত্র ২২ দিন পর কি এমন হলো যে, সে শুক্রবারে শ্বশুর বাড়িতে এসে রোববার (২৪ এপ্রিল) গলায় ফাঁস দিতে দড়ি দিলো?
নববধূ সুবর্ণা এখনও শ্বশুরবাড়ি দেখারও সৌভাগ্য হলো না, কারণ এখনও তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়নি।
মামলার এজহারে বলা হয়, মাসখানেক আগে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন কপিল। ১ এপ্রিল ফেনী সদরের মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আবুল হাসেম ভূঁঞার মেয়ে সাবরিনা আক্তার সুবর্ণার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে সাবরিনা তার বাবার বাড়িতেই থাকেন। রোজার ঈদের পর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে কপিলের নিজ বাড়িতে উঠিয়ে নেয়ার কথা ছিল।
তবে, পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে রাখা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। তিনি জানান, শ্বশুরবাড়ি থেকে প্রবাসী কপিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।