ফেরি সংকটে পাটুরিয়ায় যাত্রীদের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১০:১০ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এ কারণে আজ সোমবার দিনভর ঘরমুখো মানুষের চাপ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। তবে ফেরি সংকটের কারণে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানবাহনগুলোকে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
সরেজমিনে ঘাটে দেখা যায়, ৫ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি (প্রাইভেটকার, মাইক্রোবাস) পারাপার হচ্ছে। দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যাত্রীবাহী বাস। টার্মিনাল ছাড়িয়ে ট্রাকের সারি মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায়।
যাত্রী ও পরিবহন চালকরা জানান, ঘাটে ফেরির অপেক্ষায় দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। প্রচন্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে আজ সোমবার সকাল থেকে শাহ জালাল ও বীরশ্রেষ্ঠ রহুল আমিন নামে দুটি ফেরি পাটুরিয়ায় বিআইডব্লিউটিসির ভাসমান কারখানায় মেরামতে আছে। এর ফলে সকাল থেকে মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দুপুর ৩টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে প্রায় এক হাজার ৫০০ যানবাহন পার করা হয়েছে।
তিনি বলেন, দুটি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মেরামতে আছে। বিকেলের মধ্যে একটি ফেরি সচল হয়ে যাবে। বাকি একটি ফেরি মঙ্গলবার বহরে যোগ হবে। ঈদের প্রস্তুতি হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১ ফেরি চলাচল করবে। বর্তমানে ১৮টি ফেরি থাকলেও মঙ্গলবারের মধ্যে ঘাটে পৌঁছাবে আরেও তিনটি ফেরি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘœ করতে নেয়া সর্বশেষ প্রস্তুতি দেখতে দুপুরে পাটুরিয়া ঘাট পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির। তিনি ঘাটে পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।