ছেলের হত্যাচেষ্টার বিচার চাইতে মানববন্ধন থেকে বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঝালকাঠির নলছিটিতে কলেজ ছাত্র হত্যাচেষ্টার বিচারের দাবীতে মানববন্ধন থেকে গ্রেফতার হন ছাত্রের বাবা।
আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর টায় নলছিটি উপজেলা পরিষদ থেকে বিচারপ্রার্থীকে আটক করে নলছিটি থানা পুলিশ।
জানা যায়,১৬ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধে বরিশালের অমৃতলাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র শান্ত অধিকারীকে হত্যা চেষ্টা করেন সৈয়র ভোজপুর গ্রামের সঞ্জয় মন্ডল ও তার সহযোগিরা। সঞ্জয় মন্ডল সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।
কলেজছাত্র শান্ত অধিকারীর বাবা কমল চন্দ্র অধিকারী এ ঘটনায় মামলা করলে পরের দিন পাল্টা পাল্টি মামলা করেন অভিযুক্ত সঞ্জয় মন্ডলের ভাই প্রসেনজিৎ মন্ডল। আহত শান্ত অধিকারী ও তার বাবা সহ ৩ জনের নামে মামলা হয়।
শান্ত অধিকারীর স্বজনরা জানান, আমাদের মামলার পর দিনই পাল্টা মামলা নেয় নলছিটি থানা। আমরা সঞ্জয় মন্ডল ও সহযোগীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করার সময় পুলিশ শান্তর বাবাকে আটক করেন। পুলিশের দাবী কমল চন্দ্র অধিকারী এজাহারভুক্ত আসামী।
এ বিষয় নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, আটককৃত কমল অধিকারী এজাহারভুক্ত আসামী। তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং কলেজ ছাত্রের মামলার অভিযুক্তদেরও আটক করার চেষ্টা চলছে।