দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতর আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় লটাখোলা পালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর আলী লটাখোলা এলাকার মৃৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা এগারোটার দিকে মুদি দোকান ব্যবসায়ী আতর আলী দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলো। এমন সময় বাঁশতলা হতে জয়পাড়া দিকে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে আতর আলীকে ধাক্কা দিয়ে দিলে গুরুতর আহত। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে এঘটনায় আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে বলে জানা যায়। এদিকে আতর আলীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তার এলাকাবাসী হাসপাতালে ছুটে আসে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল এসে ঘাতক মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।