বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, মহিলা সহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেয়াশিয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও মহিলা সহ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাবুল ব্যাপারী (৫০) ঐ গ্রামের মৃত আব্দুস ছাত্তার ব্যাপারীর ছেলে।
নিহতের ভাতিজা মনি ব্যাপারী ও পুলিশ জানান, তেয়াশিয়া গ্রামের বাবুল ব্যাপারী ছোট ভাই মুন্সী ব্যাপারীর মেয়ে শিউলীর সাথে গত বছরের ২৮ ডিসেম্বর প্রেমের সম্পর্কের কারনে এলাকাবাসী প্রেমিক একই পাড়ার মাসুদ রানা মন্ডলের সাথে বিয়ে দেয়। এর দেড় মাস পরে গ্রামের আব্দুল মালেক প্রামানিকের নেতৃত্বে তাদের জোড় পুর্বক সম্পর্ক ছিন্ন করা হয়। এর ২দিন পরই মালেক প্রামানিক তার ভাতিজিকে মাসুদ রানার সাথে বিয়ে দেয়। তার পর হতেই এই দুই পরিবারের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।
শুক্রবার দুপুরে হঠাৎ মালেক প্রামানিকের নেতৃত্বে প্রায় অর্ধশত স্বশস্ত্র সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে বাবুল ব্যাপারীর বাড়িতে হামলা চালায়। তখন বাবুল ব্যাপারী, বাড়ির কয়েকজন মহিলা সহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুল ব্যাপারী মারা যায়।
রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেলকুচি থানার ওসি তদন্ত আসলাম উদ্দিন জানান, এখনো মামলা হয়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দায়িদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।