পাথরঘাটায় বিএফডিসি ব্যাবস্থাপকের বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বরগুনার পাথরঘাটা বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ব্যাবস্থাপকের বিরুদ্ধে মানববন্ধন করেছে পাথরঘাটা মৎস্যজীবিরা।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টার সময় বিএফডিসি মাছ বাজারের সামনে আড়ৎদার সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
নানা অনিয়মের অভিযোগ এনে মৎসজীবিরা এই ব্যাবস্থাপকের বদলির দাবী করেন। এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসাইন আল মুজাহিদের মাধ্যমে মৎস্য উন্নয়ন কর্পেশনের চেয়ারম্যান ও (অতিরিক্ত সচিব) কাছে একটি স্বরক লিপি প্রদান করেছেন মৎস্য জীবিরা। বিএফডিসি ব্যাবস্থাপক লেফটেনেন্ট এম লুৎফর রহমান জানিয়েছে, সামনে জুন মাস, আরৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দারের কাছে বকেয়া কয়েক লক্ষ টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করায় আমার বিরুদ্ধে এই মিথ্যে মানববন্ধন করেন তিনি।
পাথরঘাটা পাইকারি মৎস্য বন্দর বিএফডিসি আড়ৎদা সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার অভিযোগ করেন, পাথরঘাটা বিএফডিসি ব্যাবস্থাপক লেফটেনেন্ট এম লুৎফর রহমান ব্যাক্তিগত সার্থের লোভে বিএফডিসি পাইকারি মৎস্য বাজার ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমুলক তার বাড়ির কাছে তালতলী উপজেলায় ফকির হাট এলাকায় আর একটি মৎস্য উপকন্দ্র তৈরী করেছে। এতে করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মাছ বাজারের যাহারা আড়ৎদারী করে তাদের কোটি কোটি টাকা দাদোন দেয়া আছে জেলেদের কছে। এ সব জেলেরা পাথরঘাটায় মাছ বিক্রি না করে ফকির হাট উপকেন্দ্রে মাছ বিক্রি করবে। এতে করে পাথরঘাটার আড়দৎদারদের টাকাগুলো মার খেয়ে যাবে। ফলে পাথরঘাটার আড়ৎদারেরা পথের ফকির হয়ে যাবে।
ট্রলার মালিক সমিতির সহ সভাপতি ও আড়ৎদার আলোম মোল্লা জানান, বিএফডিসি ব্যাবস্থাপক লেফটেনেন্ট এম লুৎফর রহমান তালতলী উপজেলা চেয়ারম্যানকে বুদ্ধি দিয়ে ওই মার্কেটটি চালু করেছে। এখানে ব্যাবস্থাপকের ব্যাক্তিগত সার্থ থাকতে পারে বলে জানান। তবে মানববন্ধনে ব্যানার, ফ্যাষ্টুন, প্লেকার্ডসহ নানা পেষ্টারে বিএফডিসি ব্যাবস্থাপকের বিরুদ্ধে লেখা দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ লেখা থাকলেও নির্দ্রিষ্ট কেন কোন অভিযোগ আনতে পারেনী মৎস্যজীবি বক্তারা।
অন্যানের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতির সভাপতি মোঃ সাফায়েত হোসেন, বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার শ্রেমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান মাঝি, আড়দদার সমিতির সধারণ সম্পাদক এনামুল হোসাইন, মৎস্যঘাট শ্রোমিক ইউনিয়নের সভাপতি ফারুক আকন, রেজাউল করিম।
পাথরঘাটা, বিএফডিসি ব্যাবস্থাপক লেফটেনেন্ট এম লুৎফর রহমান জানান, পাথরঘাটা বিএফডিসি মাছ বাজারের ৭৮ জন আড়ৎদারের মধ্যে ৩৯ জনের কাছে ৫৪ লক্ষ ৮ শত সতের লক্ষ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে সমিতির নেতাদের কাছেই বেশী টাকা রয়েছে। জাহাঙ্গীর জোমাদ্দারকে ব্যাক্তিগত সুবিধা না দেয়ায় এই মানববন্ধন করা হয়।