সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে যাত্রীসহ ডুবল স্পিডবোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ পিএম, ২০ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০৮ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রামের সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে ২১ জন যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে গেছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
আজ বুধবার (২০ এপ্রিল) সকালে ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোট ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে, একজন ছিল মৃত। এছাড়া আরও এক শিশু নিখোঁজ রয়েছে।