আড়াইহাজারে অবৈধ ভাবে মাটি উত্তোলন উত্তেজিত গ্রামবাসী ট্রাক ও ভেকু পুড়িয়ে দিয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফসলি জমি কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দুটি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
গতকাল সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসাস্থ জি এন ডি ইট ভাটার কাছে পাকা রাস্থায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধওে মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ট্রাক যার (নং ঢাকা মেট্রো-ট-১৫-৫১২২) ও ঢাকা মেট্রো-ট-২২-৭১২৪ যোগে ব্রাক্ষন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধ ভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার দলীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় থাকা তাদের বাধাঁ দিলে কোন কর্নপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকটি গ্রামবাসী একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকেু জালিয়ে দেয়।
এদিকে ভেকুর মালিকরা উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিরহ কাউকে হয়রানি করা হবে না।