তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার রাত ৩ টায় শেষ প্রহরে আকস্মিক কালবৈশাখী বয়ে গেছে। এ ঝড়ের সময় বজ্রপাতে মা - মেয়ের দুজনের মৃত্যু হয়েছে।
ওই দুজন হলেন তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মজিবুর রহমান এর স্ত্রী (৫৫) তারই মেয়ে শারমীন (২৮)।
স্থানীয় সূত্র জানায়, রাত ৩ টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হতে থাকে। এ সময় তাড়াইল উপজেলা বেলংকা গ্রামের মজিবুর রহমানের সহধর্মিনী বাড়ির পিছনে ধানের খলায় ধান মাড়াই করার জন্য খোলায় গেলে প্রকট শব্দে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার বজ্রপাতে মা - ও মেয়ের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত করেছেন।