ফেনীতে শিশুকন্যার উপর যৌন নির্যাতন, এলাকাবাসীর গনধৌলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩৪ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফেনীতে দোকানে চকলেট কিনতে আসা ৫ বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে নাসির উদ্দিন (৪০) নামে এক জনকে গণধোলাই দিয়েছে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন'র এলাকাবাসী।
জানাযায়, গতকাল সোমবার (১৮ এপ্রিল) সকালে লেমুয়া মডেল মাদ্রাসার এর প্রথম শ্রেণির ছাএী চকলেটের জন্য লেমুয়া উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী নাসির উদ্দিনের দোকানের গেলে অভিযুক্ত নাসির ওই শিশুর উপর যৌন নির্যাতন চালায়।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মা, বাবাকে জানালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মেয়েটির বাবা ও উত্তেজিত লেমুয়া বাণিজ্যিক এলাকাবাসী সহ ওই দোকানে গিয়ে অভিযুক্ত নাসিরকে গণধোলাই দিয়ে পরে লেমুয়া বড় মসজিদ এর সামনে পিলারের সাথে বেঁধে রাখে ও জুতার মালা লাগিয়ে লেমুয়া বাজারে ঘুরায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বাজারের স্থানীয়রা জানান' ক্লাস ওয়ানের বাচ্চাকে দোকানে ডেকে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় নাছির। লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগ'র সভাপতি বলেন' নাছিরকে বাজারের মধ্যে জুতা পিটা করা হয়। তাকে থু থু নিক্ষেপ ও গনধৌলাই দেয় সাধারণ মানুষ।'
অভিযুক্ত নাসির উদ্দিনের বাড়ি লেমুয়া মাস্টার পাড়া এলাকায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।