কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাথে বিএফইউজে নেতৃবৃন্দ মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যদের সাথে বিএফইউজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ রবিবার সকাল ১০টায় শহরের "দিশা টাওয়ারে" ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মহাসচিব নুরুল আমিন রোকন ও বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম-সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, কোষাধক্ষ্য এনামুল হক, প্রচার সম্পাদক নুরুন্নবী বাবু, দফতর সম্পাদক আব্দুম মুনিব, নির্বাহী সদস্য হায়দার আলী। সভায় আগামী মে মাসের শেষ সপ্তাহে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনসহ সংগঠনকে গতিশীল করতে বেশি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।