সরিষাবাড়ী ইউএনও অফিসের নথিপত্র আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৫ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সব নথি।
আজ রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলার পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল ৭টা ১২ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী কর্মকর্তার কক্ষটি জ্বলছিল। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসার সদস্যরা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের সকল গুরুত্বপূর্ণ নথি ও মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।