ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজা সহ আটক ২জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দপদপিয়া জিরো পয়েন্ট থেকে ১২ কেজি গাজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাত ১১টায় র্যাবের বিশেষায়িত টিমের কোম্পানি অফিসার মো. আবদুল্লাহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে জিরো পয়েন্ট নামক স্থান থেকে ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার ঘোষগাও এলাকার মৃত কাজী নুরুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সবুজ(৩১) ও বরিশালের কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম মীর(৩৪)।
র্যাবের কোম্পানি অফিসার মো. আব্দুল্লাহ বাদী হয়ে নলছিটি থানায় ২০১৮ সালের সারনী ১৯ এর (খ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামীদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ধরে গাঁজা বিক্রি করে আসছে বলে জানা গেছে।
নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, আসামীদের কোর্টে প্রেরণ করা হবে।