সরিষাবাড়ীতে পিতা-কন্যা হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে পিতা কন্যা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ভাটারা-মাদারগঞ্জ প্রধান সড়কে পিতা-কন্যা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে মামলার, নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবসী জানায়, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং গ্রামে বড় ভাই আজাহার আলীর সাথে ছোট ভাই সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৪০) এর সাথে পারিবারিক বিরোধ দেখা দেয়। বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনার পর গত ৩১ শে মার্চ উপজেলার কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে বাবা ও মেয়ের ঝিনাই নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আব্দুল আজিজ (৪০) ও তার একমাত্র কন্যা জান্নাত (৫) হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ মামলার প্রধান আসামী আজাহার ও অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পারেনি। আসামি ও তাদের সহোযোগিরা মামলা তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাসানোসহ জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
হত্যাকান্ডের আগেই হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তারা তখনও ব্যবস্থা নেয়া হয়নি। এখন হত্যাকান্ডের পরেও আসামীদের গ্রেফতারের কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা অভিযোগ করে এলাকাবাসী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। গত ৩ এপ্রিল নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ২০/৩০ জন অজ্ঞাত করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৩১ শে মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে বাবা ও মেয়ের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের পুত্র সৌদি প্রবাসী আব্দুল আজিজ এর বড় ভাই আজাহার আলীর সাথে জমিজমা ও পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে আজিজের পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবারের সকলসদস্য পালিয়ে আত্মরক্ষা করলেও সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সের একমাত্র কন্যা জান্নাত নিখোঁজ হন। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ জোড়া লাশ উদ্ধার ও সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।