মাদারীপুরে এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের খাদ্য-দ্রব্য ও ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুরে প্রায় সাড়ে চার শ’ অসহায় দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য দ্রব্য, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান খান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
বিশেষ অতিথি ছিলেন, বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবীর, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহবার হোসেন হাওলাদার, সাবেক সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. সাইফুল কবির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. গুলজার আহমেদ চিশতি, জেলা যুবদল নেতা কামাল সর্দার, এ্যাড. শাজাহান হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রোমান প্রমুখ।
এসময় সাড়ে চার শত পরিবারের মাঝে ৮ কেজি চাল, এক ডাল, এক লিটার বোতলজাত তেল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি পোলাউ চাল, এক প্যাকেজ গুড়া দুধ, এক প্যাকেজ সেমাই ও এক প্যাকেজ খেজুর দেয়া হয়।
সার্বিক তত্ববধানে ছিলেন এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু সোহেল মোল্লা।