পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০২:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পটুয়াখালী সদর উপজেলার এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ব্রিজ সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খুন হওয়া ব্যবসায়ীর নাম ইউসুফ মৃধা (৫৭)। তিনি দুর্গাপুর গ্রামের ইসমাইল মৃধার ছেলে। ১ নম্বর ব্রিজ বাজারে একটি ওষুধের দোকান চালাতনে তিনি।
পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হালদার জানান, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা ইউসুফকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।
পুলিশ ইউসুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।